সংস্কার বাস্তবায়ন ও ভোটার তালিকা প্রস্তুত হলেই ভোটের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৪

সংস্কার বাস্তবায়ন এবং ভোটার তালিকা প্রস্তুত হলেই দেশে ভোটের তারিখ নির্ধারণ করা হবে। অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজারের সঙ্গে সাক্ষাৎ বৈঠকে বিষয়টি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা . মুহম্মদ ইউনূস।

সোমবার (১৮ নভেম্বর)  রাজধানী ঢাকার তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। বৈঠকে রাষ্ট্রদূত উইজার বলেন, পশ্চিম ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায়। এর অংশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী অস্ট্রিয়ার কোম্পানিগুলো।

বৈঠকে বাংলাদেশের সন্ত্রাস দমন ব্যবস্থা, আন্তঃসীমান্ত সমস্যা, মানবপাচার, আইনি অভিবাসন, জলবায়ু পরিবর্তন, পুলিশ বাহিনীর সংস্কার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর