বেসরকারি সব স্কুল-কলেজে এডহক কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৪

দেশের সব নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ কমিটি আগামী মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করবে। সোমবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট বোর্ডগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে শিক্ষা বোর্ডের অনুমতি নিতে হবে। অনুমতি প্রাপ্তির এক মাসের মধ্যে কমিটি গঠনপূর্বক অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে আবেদন করতে হবে।

শেখ হাসিনার সরকারের পতনের পর দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং ম্যানেজিং কমিটি ভেঙে দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর প্রায় তিন মাস কমিটি বিহীন থাকায় প্রতিষ্ঠান পরিচালনায় নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। সমস্যা সমাধানে এডহক কমিটি গঠনের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর