সময়ে সঙ্গে দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৮১ হাজার ৬৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪২১ জন মারা গেছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য বলছে, চলতি মাসে এ পর্যন্ত (১৮ নভেম্বর সকাল পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত ১৯ হাজার ২৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, গত অক্টোবর মাসে হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩০ হাজার ৮৭৯ জন। চলতি নভেম্বরের ১৮ দিনে ডেঙ্গু আক্রান্ত ১০৬ জনের মৃত্যু হয়েছে, গত মাসে এ সংখ্যা ছিল ১৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছর ২১ থেকে ২৫ বছর বয়সী মানুষ সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, সংখ্যায় ১২ হাজার ২৯৯ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বেশি মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সীদের, সংখ্যায় ৪১ জন।
বিডি২৪অনলাইন/এন/এমকে