চলতি বছর শিশু হত্যা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৪

চলতি বছরের দশ মাসে (জানুয়ারি -অক্টোবর) গতবছরের তুলনায় ৬১ জন বেশি শিশু হত্যাকান্ডের শিকার হয়েছে। এ দশ মাসে নিহত হয়েছে মোট ৪৮২ জন শিশু। পাশাপাশি ৫৮০ জন শিশু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে, গতবছর প্রথম দশ মাসে নির্যাতনের সংখ্যা ছিল ৯২০ জন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল এক সংলাপে তথ্য উঠে আসে।  শারীরিক নির্যাতন, সহিংসতা, ধর্ষণ, অপহরণ নিখোঁজের পর হত্যাসহ বিভিন্ন কারণে এবছর এসব শিশু নিহত হয়েছে। গতবছরের প্রথম দশ মাসে নিহত শিশুর সংখ্যা ছিল ৪২১ জন।

সংলাপে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ১২১ জন শিশু মারা যায়। গত কয়েক দশকে বাংলাদেশ শিশু অধিকার রক্ষায় বেশকিছু পরিকল্পনা গ্রহণ করলেও শিশুদের পরিস্থিতি আশানুরূপ অগ্রগতি অর্জন করেনি।  এর কারণ অধিকাংশ ক্ষেত্রে এসব পদক্ষেপের বাস্তবায়ন ঘটেনি।

সংলাপে বলা হয়, এ পরিস্থিতিতে কোয়ালিশন মনে করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন করতে হলে শিশুদের জন্যও সহিংসতা, নিপীড়ন বৈষম্যহীন সমাজ নিশ্চিত করার উদ্যোগ জোরদার করতে হবে।  জরুরি ভিত্তিতে অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে শিশুদের অধিকার উন্নয়ন সংরক্ষণে বিদ্যমান ব্যবস্থাগুলো আরও কার্যকর করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং আরো নতুন নতুন ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যকীয়।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর