গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলন দমনে করা প্রায় সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানী ঢাকায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সংবাদ সম্মেলনে আইন মন্ত্রণালয়ের বিগত ১০০ দিনের কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা। আসিফ নজরুল বলেন, সাইবার নিরাপত্তা আইন- ২০২৩ বাতিলক্রমে কম্পিউটার সম্পর্কিত অপরাধগুলো প্রতিরোধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে সমন্বয়ে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ- ২০২৪ প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাইবার নিরাপত্তা আইন রহিত হলে ওই আইনের অধীনে করা সব স্পিচ-অফেন্সের মামলা প্রত্যাহার করা হবে।
সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে পরামর্শ করে ইবার নিরাপত্তা আইন প্রত্যাহারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে সহায়তা করেছি আমরা। তবে হ্যাকিং বা কম্পিউটার অপরাধ সংক্রান্ত মামলাগুলো চলমান থাকবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘মামলা বাণিজ্য’ যারা করছে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/এন/এমকে