যোগদানের ৬ দিনের মাথায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে চাটমোহরের ইউএনও

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪

পাবনার চাটমোহর উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। বুধবার তিনি শহরের পুরাতন বাজারে বাজার দর পযবেক্ষণ করেন।

গত ১৪ নভেম্বর কর্মস্থলে যোগদান করেন মুসা নাসের চৌধুর। যোগদানের ৬ দিনের মাথায় বাজার মনিটরিংয়ে যান তিনি। এর আগে কোনো ইউএনওকে যোগদানের সপ্তাহের মধ্যেই বাজার মনিটরিং করতে দেখা যায়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, নবাগত ইউএনও নিত্যপণ্য এবং শাকসবজিসহ বিভিন্ন দোকান পরিদর্শন করেন। তিনি দোকানিদের সঙ্গে দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন ও পণ্যের দর পযবেক্ষণ করেন। দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা আছে কিনা, সেটাও দেখেন। নায্য দামে পণ্য বিক্রি করতে দোকানিদের পরামর্শ দেন তিনি।

এদিকে যোগদানের ৬ দিনের মাথায় চাটমোহরবাসীর দুর্ভোগ লাঘবে বাজার মনিটরিং করায় সচেতন মহলের একাংশ তাকে সাধুবাদ জানিয়েছেন। সপ্তাহে অন্তত একদিন বাজার মনিটরিং বিশেষ করে কাঁচাবাজারের আড়ৎ মনিটরিং করার দাবি জানিয়েছেন তারা।


 

বিডি২৪অনলাইন/সি/এমকে  

 


মন্তব্য
জেলার খবর