পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে বাহারুল আলমকে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদে শেখ মো. সাজ্জাত আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে আইজিপি পদে নিয়োগ পাওয়া ময়নুল ইসলাম ও ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর পুলিশে বড় রদবদল আনা হয়।
গত ৬ আগস্ট পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পান ময়নুল ইসলাম। অন্যদিকে ৭ আগস্ট ডিএমপির কমিশনার হিসেবে মো. মাইনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছিল। সাড়ে তিন মাসের মাথায় তাদের সরিয়ে দেওয়া হলো।
পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদরদপ্তরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। দুই দফা পদোন্নতিবঞ্চিত এ কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।
অন্যদিকে, গত ১৭ নভেম্বর এক প্রজ্ঞাপনে শেখ মো. সাজ্জাত আলীকে চাকরিতে পুনর্বহাল করা হয়। অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) থাকা অবস্থায় তাকে অবসরে পাঠানো হয়েছিল।
বিডি২৪অনলাইন/এন/এমকে