মুজিববর্ষ উদযাপনের বাজেট বরাদ্দ বাতিল

নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৪

শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বা মুজিববর্ষ উদযাপনের জন্য চলতি অর্থবছরে রাখা বাজেট বরাদ্দ বাতিল করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠকের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

জানা গেছে, মুজিববর্ষ পালনের বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠে আসে। সেখানে জানানো হয়, মুজিববর্ষ উদযাপনে ২০১৮-১৯ অর্থবছর থেকে শুরু করে গত অর্থবছরে সব মন্ত্রণালয়/বিভাগ আওতাধীন দপ্তর/সংস্থা, নির্বাচন কমিশন সচিবালয়, সশস্ত্রবাহিনী বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় সংসদ, বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের মোট এক হাজার ২৬১ কোটি পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর