দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৪

বাজারে দ্রব্যমূল্যের চড়া দাম নিয়ে হতাশা বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। বিশেষ করে বেশিরভাগ শাকসবজির কেজি এখন ৫০ টাকা নিচে পাওয়া যাচ্ছে না। কিছু কিছু শীতকালীন সবজির কেজি ১শ’ টাকার বেশি টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে  মাঠ পর্যায়ে তদারকিসহ পণ্য আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পদক্ষেপের কারণে কিছু কিছু পণ্যে স্বস্তি আসা শুরু হয়েছে। দাম নিয়ন্ত্রণের চেষ্টা করা ও স্বস্তি আসা শুরু হওয়ার বিষয়টি জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

বুধবার (২০ নভেম্বর) রাজধানী ঢাকার কারওয়ান বাজারে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিষয়টি জানান উপদেষ্টা।  আলুর দাম একটি অসহনীয় পর্যায়ে চলে গেছে জানিয়ে উপদেষ্টা বলেন, বাজারে মূল্যস্ফীতি মূলত সরবরাহ-কেন্দ্রিক। সরবরাহ সহজ করতে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন পণ্যে আমদানি শুল্ক তাৎপর্যপূর্ণভাবে কমিয়ে আনা হয়েছে। এতে হাজার হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি মেনে নিয়ে দামে একটা স্থিতিশীলতা আনতে কাজ করছি আমরা।

সরকার জনগণের কষ্টের বিষয়টি অনুভব করছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা জানান, ইতোমধ্যে চাল আদমানি শুরু হয়েছে। প্রায় ২০ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তেল নিয়ে ব্যাপকভাবে কাজ করা হচ্ছে। রমজানকে সামনে রেখে সব পক্ষ সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।

ঢাকা মহানগরী এলাকার ৫০টি স্থানে ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করবে টিসিবি। ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি করে আলু কিনতে পারবেন একজন ভোক্তা। ভোক্তাদের স্বস্তি দিতে ভর্তুকির মাধ্যমে এ আলু বিক্রি শুরু হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে। প্রয়োজনে আরও বাড়ানো হবে পরিধি।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর