একদিকে লেনদেন খরা, অন্যদিকে অব্যাহত দরপতন চলছে দেশের শেয়ারবাজার। ফলে দিনের সঙ্গে পাল্লা দিয়ে বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা ভারী হচ্ছে, শেয়ারবাজারের ওপর আস্থা সংকট সৃষ্টি হচ্ছে বিনিয়োগকারীদের।
আগের কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় গত বৃহস্পতিবারও (২১ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। কমেছে সবকটি মূল্যসূচক। ১৭ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে এদিনে।
ডিএসই’র মতোই অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। সেই সঙ্গে কমেছে সবকটি মূল্যসূচক।
বৃহস্পতিবার ডিএসইতে দাম বৃদ্ধির তালিকায় নাম এসেছে মাত্র ৬৬টি প্রতিষ্ঠানের, বিপরীতে দাম কমেছে ২৬৩টি প্রতিষ্ঠানের আর ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে। আগের দিনের তুলনায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৭ পয়েন্টে, ডিএসই শরিয়াহ্ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ১৫১ পয়েন্টে এবং বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৯১৯ পয়েন্টে অবস্থান করেছে।
দিনভর লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩৯৩ কোটি ৭ লাখ টাকা। তুলনায় লেনদেন কমেছে ২৯ কোটি ২৮ লাখ টাকা। গত ৩০ অক্টোবরের পর এটাই ছিল সব থেকে কম লেনদেন।
অপর শেয়ারবাজার সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৫টির, দাম কমেছে ১৩২টির এবং ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১২ কোটি ৫৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ৬ কোটি ২৩ লাখ টাকা। সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৮৭ পয়েন্ট কমেছে।
বিডি২৪অনলাইন/ই/এমকে