এক কোটি টাকার গাড়ি উপহার

২৯ মার্চ ২০২১

স্ত্রী সুনীতা কাপুরের ৫৬তম জন্মদিন উদযাপন করলেন অভিনেতা অনিল কাপুর। জন্মদিনে স্ত্রীকে গিফ্ট হিসেবে মার্সিডিজ বেঞ্জ জিএলএস উপহার দিয়েছেন তিনি। যাঁর মূল্য প্রায় এক কোটি রুপি যা বাংলাদেশি মূদ্রায় কোটি ছাড়িয়ে যায়। জন্মদিনকে স্পেশাল করে তুলতে সামাজিক মাধ্যমে স্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্তের একাধিক ছবি পোস্ট করেন তিনি। দীর্ঘ ক্যাপশনে আবেগঘন বার্তা দেন 'জক্কাস' অনিল কাপুর।

অভিনেতা ক্যাপশনে লেখেন, 'আমার জীবনের ভালবাসা, ট্রেনের থার্ড ক্লাস বগি থেকে লোকাল বাস-রিক্সা এবং কালো-হলুদ ট্যাক্সি; বিমানের ইকোনমি ক্লাস থেকে ফার্স্ট বিজনেস ক্লাস; দক্ষিণের কড়াইকুন্ডি গ্রামের ছোট ছোট হোটেল থেকে লেহ লাদাখের টেন্ট... আমরা সেগুলোকে মুখের হাসি এবং হৃদয়ে ভালোবাসা নিয়ে পেরিয়ে এসেছি'।

তিনি আরো লেখেন, 'কয়েক লক্ষ কারণের জন্য আমি তোমাকে ভালোবাসি....তুমি আমার হাসির পেছনে কারণ এবং আমি তোমার সঙ্গে একসঙ্গে ভ্রমণ করতে পেরে এত আনন্দিত এবং পূর্ণ হয়েছে। আজ, প্রতিদিন এবং চিরদিনের জন্য তুমি আমার আত্মার সঙ্গী এবং জীবনসঙ্গী হিসেবে তোমাকে পেয়ে নিজেকে ধন্য মনে করছি ... জন্মদিনের শুভেচ্ছা ... সব সময় ভালোবাসি'।

 


মন্তব্য
জেলার খবর