পঞ্চগড়ে জুয়েল হত্যাকান্ড, পরকীয়া প্রেমিকসহ স্ত্রী জেলহাজতে

পঞ্চগড় প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৪

পঞ্চগড়ে জুয়েল ইসলাম হত্যা মামলায় তার স্ত্রী সেলিনা আক্তারকে পরকীয়া প্রেমিকসহ জেলহাজতে পাঠানো হয়েছে। ১৬৪ ধারায় তারা এ হত্যাকান্ড স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন আমলি আদালত, তেঁতুলিয়া। এরপর আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সেলিনা আক্তারের কথিত পরকীয়া প্রেমিক হলেন- তেঁতুলিয়া জায়গারজোত এলাকার সলেমান আলীর ছেলে নাশিরুল হক (৪২) জুয়েল ইসলাম বোদা উপজেলার ঝালঙ্কনী কাজীপাড়া এলাকার বাসিন্দা।

এর আগে বৃহস্পতিবার বিকালে সেলিনা আক্তার শ্যামলীকে বোদা এলাকার ঝলঝলি তার বাবার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে নাশিরুল হককে শুক্রবার সকালে বীরগঞ্জ ভবানীপুর ডাঙ্গার হাট জনৈক আজিজুল ইসলামের ইটভাটা থেকে আটক করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির বলেন, হত্যাকান্ডটি তাদের পরিকল্পনা অংশগ্রহণে সংঘটিত হয়েছে মর্মে আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তারা।

প্রসঙ্গত, গত অক্টোবর তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর বালুর চর থেকে  জুয়েল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার ভাই আব্দুল আজিজ  তেঁতুলিয়া মডেল থানায় অজ্ঞাত আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/এমকে


মন্তব্য
জেলার খবর