৩ মাসে জ্বালানি খাতে সাশ্রয় ৩৭০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানী ঢাকার একটি হোটেলে এক আলোচনা সভায় কথা জানান তিনি। নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, চলতি সপ্তাহে ৪০টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র দেওয়া হবে।

সরকারি ক্রয় প্রতিযোগিতার মধ্যে আনার প্রয়োজন রয়েছে উল্লেখ করে উপদেষ্টা আরও জানান, পাবলিক সেক্টরে প্রতিযোগিতার অভাব আছে। টিকে থাকতে হলে ঘুষ বাণিজ্য থেকে বের হতে হবে। সরকারের সঙ্গে সখ্য করে আর ব্যবসা হবে না। ভালো ব্যবসায়ীদের জন্যই উপযোগিতা তৈরি করা হবে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর