অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় সব সংস্কার শেষ করেই আগামী জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেছেন ৬৫ দশমিক ৯ শতাংশ মানুষ। তবে সংখ্যাগরিষ্ঠ ৬১ দশমিক ১ শতাংশ মানুষ মনে করেন, এক বছরের মধ্যেই এ নির্বাচন হওয়া উচিত। ১৮ দশমিক ৭ শতাংশ লোক দুই থেকে তিন বছরের মধ্যে এবং ৮ দশমিক ৬ শতাংশ মানুষ ১৮ মাসের মধ্যে নির্বাচন চায়।
ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে সারা দেশে এক জরিপে এ তথ্য জানা গেছে। গত ১৩ থেকে ২৭ অক্টোবর সুনির্দিষ্ট (ক্লোজ এন্ড) প্রশ্নমালার ওপর ভিত্তি করে কম্পিউটার এসিস্টেড টেলিফোন ইন্টারভিউইংয়ের মাধ্যমে জরিপটি পরিচালিত হয়। ৮টি বিভাগে ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষ এ জরিপে অংশ নেন।
জরিপের তথ্য বলছে, শুধু নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কার শেষে জাতীয় নির্বাচনের পক্ষে মত দিয়েছেন ৩১ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা। ৫ দশমিক ৮ শতাংশ মানুষ চায় ৪ বছর বা তার চেয়ে বেশি সময় পর জাতীয় নির্বাচন হোক। কত দ্রুত নির্বাচন হওয়া উচিত—এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি ৪ দশমিক ৬ শতাংশ মানুষ। কবে হওয়া উচিত, এ সম্পর্কে কথা বলতে চাননি ১ দশমিক ১ শতাংশ।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার দায়িত্ব গ্রহণ করে। এ সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ কেমন আছে, এ নিয়ে দেশের নাগরিকরা কী ভাবছেন— এ বিষয়ে জরিপটি পরিচালনা করে ভয়েস অব আমেরিকা।
জরিপে অংশ নেওয়াদের মধ্যে ৬০ দশমিক ৪ শতাংশ শহরের এবং ৬১ দশমিক ৪ শতাংশ গ্রামের বাসিন্দা আগামী এক বছরের মধ্যে জাতীয় নির্বাচন চান। পুরুষদের ৫৭ দশমিক ৩ শতাংশ ও নারীদের ৬৫ শতাংশ; ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ৬২ দশমিক ৪ শতাংশ আর ৩৫ বছর বা তার চেয়ে বেশি বয়সের মধ্যে ৫৯ দশমিক ৮ শতাংশ এক বছরের মধ্যে আগামী নির্বাচনের পক্ষে মত দেন।
শহরাঞ্চলের ১৮ দশমিক ৯ শতাংশ ও গ্রামীণ এলাকার ১৮ দশমিক ৬ শতাংশ মানুষ চান- আগামী দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন হোক। ১৮ মাসের মধ্যে নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন শহরের ১০ দশমিক ৩, গ্রামের ৮, পুরুষদের ১২, নারীদের ৫ দশমিক ২ শতাংশ মানুষ।
এদিকে জরিপে অংশ নেওয়া ৫৮ দশমিক ৪ শতাংশ মানুষ মনে করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের তুলনায় দেশ পরিচালনায় ভালো করছে অন্তর্বর্তীকালীন সরকার। ৪০ দশমিক ৫ শতাংশ মানুষের মতে বর্তমান সরকার খারাপ করছে বা আওয়ামী লীগ সরকারের মতো একই রকম পারফর্ম করছে। আর ২০ দশমিক ৪ শতাংশ মত দিয়েছেন খারাপ করছে। আওয়ামী লীগের মতো একই রকম করছে বলে মনে করছেন ২০ দশমিক ১ শতাংশ। জরিপে অংশ নেওয়া ৬৩ দশমিক ২ শতাংশর মতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভালো করছে অন্তর্র্বতীকালীন সরকার ।
বিডি২৪অনলাইন/এন/এমকে