উচ্চ আদালতের নির্দেশনার আলোকে সৃষ্ট অটোরিকশা চলাচল বিষয়ক সমস্যার সমাধান হবে। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৪ নভেম্বর) রাজধানী ঢাকায় সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা।
সম্প্রতি উচ্চ আদালত ঢাকা মহানগর এলাকায় অটোরিকশা বন্ধের নির্দেশ দিয়েছেন। এরপর এ যানটি চলাচলের সুযোগ দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে রাজধানীজুড়ে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা।
উপদেষ্টা বলেন, অটোরিকশার বিষয়টি উচ্চ আদালতে রয়েছে। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে, সেই নির্দেশনা মতেই কাজ করবো আমরা।
উচ্চ আদালত থেকে একটা একটা ভালো নির্দেশনা আসবে আশা প্রকাশ করে উপদেষ্টা বলেন, ওই নির্দেশনার আলোকে অটোরিকশার সমস্যা সমাধান হবে। এ সময় অটোরিকশা চালকদের শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করার আহ্বান জানান উপদেষ্টা। বলেন, এমন আন্দোলনে কিন্তু তারা জনপ্রিয়তা হারাচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানেও তারা তাদের দাবি জানাতে পারে, এতে ট্রাফিক জ্যামটা কম হয় বলেও মন্তব্য করেন তিনি
বিডি২৪অনলাইন/এন/এমকে