ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ধারাবাহিকভাবে বাড়ছে রেমিট্যান্স। এ ধারা অব্যাহত রয়েছে চলতি নভেম্বর মাসেও। নভেম্বরের প্রথম ২৩ দিনে গড়ে দৈনিক ৯০০ কোটি টাকার সমপরিমাণ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এ ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ৫০ ডলার। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে রেমিট্যান্স।
নভেম্বরের রেমিট্যান্স সংক্রান্ত তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে। নভেম্বরের প্রথম ২৩ দিনে আসা রেমিট্যান্সের ডলারকে বাংলাদেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) বিনিময় করলে টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ২০ হাজার ৭১৬ কোটি টাকা।
প্রাপ্ত তথ্য বলছে, নভেম্বরের ২৩ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে, ৯৫ কোটি ১৩ লাখ ১০ হাজার ডলার। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে প্রায় ৬৪ কোটি ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটি ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে ১৩ কোটি ১০ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৪০ লাখ ৮০ হাজার ডলার এসেছে রেমিট্যান্স।
রেমিট্যান্স সংক্রান্ত পরিসংখ্যান বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি মার্কিন ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৮ লাখ ডলার ও অক্টোবরের ২৪০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে দেশে।
গত অর্থবছরের শেষ মাস জুনে ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার, তার আগের মাস মে মাসে ২২৫ কোটি ৩৮ লাখ ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ এবং জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল দেশে।
বিডি২৪অনলাইন/ই/এমকে