হাতির আশীর্বাদ পেলেন শাকিব

২৯ মার্চ ২০২১

বর্তমানে একটি ছবির শুটিঙের জন্য ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খানে এই মুহূর্তে পাবনায় অবস্থান করছেন। সেখানেই শাকিব জন্মদিনের প্রথম প্রহরে পেলেন হাতির আশীর্বাদ।

 বিশেষ এই দিনকে কেন্দ্র করে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন ছিল। প্রথম প্রহরেই ঢাকঢোল, বাদ্যবাজনা দিয়ে শাকিবকে অভ্যর্থনা জানানো হয়। আয়োজনে ছিল দুটি হাতি। শাকিবকে হাতি দুটি শুঁড় দিয়ে দিয়ে আশীর্বাদ করে।

শাকিবের জন্মদিনের প্রথমক্ষণের এই আয়োজনে সঙ্গে ছিলেন কলকাতা থেকে আসা নায়িকা দর্শনা। এ ছাড়া বাংলাদেশি অভিনেতা শাহেদ উপস্থিত ছিলেন।


মন্তব্য
জেলার খবর