বাড়ছে ডেঙ্গুতে প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৪

দেশে ডেঙ্গু রোগীর মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত অক্টোবরের চেয়ে চলতি নভেম্বর মাসের ২৬ দিনে ২১ জন বেশি ডেঙ্গু রোগী মারা গেছে। এ ২৬ দিনের মত্যুর সংখ্যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ মৃত্যু এ বছর। গত ২৪ ঘণ্টাতেও ডেঙ্গু আক্রান্ত ১০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি নভেম্বর ২৬ দিনে ডেঙ্গু আক্রান্ত ১৫৬ জনের প্রাণহানি ঘটেছে, ২৬ হাজার ৮৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত অক্টোবর মাসে ১৩৫ জন ডেঙ্গু রোগী মারা যায়, হাসপাতালে ভর্তি হয় ৩০ হাজার ৮৭৯ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৮৮ হাজার ৭১৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, ৪৭১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২৪২ জন নারী ২২৯ জন পুরুষ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী মানুষ। আক্রান্তদের মধ্যে বেশি মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সীদের।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাগুলোর হাসপাতালে জন, বরিশাল বিভাগে জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় জন, চট্টগ্রাম ঢাকা বিভাগে জন করে রয়েছে।

ডেঙ্গু সংক্রান্ত পরিসংখ্যান বলছে, দেশের ইতিহাসে গত বছর ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ মৃত্যু হয়। এ বছরে  ডেঙ্গু আক্রান্ত ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। মারা যায় ১ হাজার ৭০৫ জন ডেঙ্গু রোগী।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর