গত ২৩ মার্চ ছিল বিপাশা হায়াতের জন্মদিন। এবার বিপাশা হায়াত ৫০ স্পর্শ করলেন। ওই দিন জন্মদিনে কিংবদন্তিতুল্য অভিনেতা আফজাল হোসেন লিখেছেন- 'ছবি আঁকার জন্য তার দরদের পরিমাণ কতখানি- টের পাওয়া যায় জনপ্রিয়তার মোহজাল ছিঁড়ে বেরিয়ে যাওয়া দেখে।'
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সম্পর্কে বলতে গিয়ে আফজাল হোসেন বলেন, 'চোখে পড়ল, আজ বিপাশা হায়াতের জন্মদিন। তার সৌন্দর্য, অভিনয় প্রতিভায় মুগ্ধ অগণিত মানুষ। সমীহ জাগে তার ভাবের জগতের রকম জেনে, নিরেট সংবেদনশীলতায়। ছবি আঁকার জন্য তার দরদের পরিমাণ কতখানি- টের পাওয়া যায় জনপ্রিয়তার মোহজাল ছিঁড়ে বেরিয়ে যাওয়া দেখে। খুব কম মানুষই এমনটি পারে। প্রতিনিয়ত নিজেকে ভেঙে গড়া, আত্ম-আবিষ্কারের আগ্রহ অন্যকে অনুপ্রাণিত করার মতো।'
তিনি বলেন, তাঁর মতো নতুনকে খুঁজে বেড়ানো, বিশেষ সন্ধানের আকাঙ্ক্ষা যেসব মনে রয়েছে, প্রত্যেকেরই দীর্ঘায়ু হোক। শুভ জন্মদিন প্রিয় বিপাশা।