দ্রুত দাম কমে আসতে পারে ইলিশের

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৪

ইলিশের দাম কেজি প্রতি এক হাজার টাকার কমে নিয়ে আসা হবে জানিয়ে মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমাদের টিম কাজ করছে। সবকিছু ঠিক থাকলে দ্রুত দাম কমে আসতে পারে।

বুধবার (২৭ নভেম্বর) মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে  এক সংবাদ সম্মেলনে কথা বলেন। উপদেষ্টা বলেন, ইলিশ মাছের আহরণ বছর গত বছরের তুলনায় কম ছিল। এর অন্যতম কারণ ছিল সময়ে বৃষ্টি না হওয়া। এছাড়া ভারত থেকে অবৈধভাবে ট্রলার ফিশিংয়ের মাধ্যমে ইলিশ আহরণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ বছর নৌবাহিনী, কোস্ট গার্ড এবং নৌ পুলিশ বিষয়ে সতর্ক অভিযান চালিয়েছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, বেশ কিছু ভারতীয় ট্রলার এবং জেলে আটক করতে পেরেছে তারা। বাজারে ইলিশের দাম প্রতি কেজি ১৫০০ টাকা থাকায় এখনো সাধারণ মানুষের চাহিদা মেটাতে পারছে না। ইলিশের দামের ক্ষেত্রে সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী এবং দাদন-ব্যবসাকে সংশ্লিষ্ট অংশীজনরা দায়ী করেছেন। বিষয়ে কাজ করছে মন্ত্রণালয়।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর