সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৪

সম্প্রতি রাজধানী ঢাকায় সংঘাতে জড়িয়ে পড়ে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। চট্রগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ঞ দাসের অনুসারীদের হামলায় এক আইনজীবী নিহত হয়েছেন। এদিকে আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে ইসকন বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিদেশে বসে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি দেশকে অশান্ত করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। ওদিকে দেশের স্থিতিশীলতার স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে সবাইকে শান্ত থাকার কথাও বলেছেন তিনি।

বুধবার (২৭ নভেম্বর) রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অথিতি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করেন। বৈঠকে এ  আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, দেশের স্থিতিশীলতার জন্য সবার মধ্যে- হিন্দু, মুসলমান, ছাত্র, শ্রমিক, জনতা সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এছাড়া সবাইকে শান্ত হতে বলেছেন তিনি।  

চট্রগ্রামে আইনজীবী নিহতের ঘটনা নিয়ে রয়টার্সে ভুল নিউজ প্রচার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ব্যাপারে যা যা করার, সরকারের তরফ থেকে সেটা করা হয়েছে। তিনি বলেন, চট্টগ্রামের ঘটনায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জন সরাসরি হামলার সঙ্গে যুক্ত ছিল। পুলিশের কাজে বাধা সংঘর্ষে লিপ্ত হয়েছিল বলে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জন আওয়ামী লীগ ছাত্রলীগের সদস্য। তারা ককটেলসহ হামলার ঘটনা ঘটিয়েছে।

ওদিকে বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড়ে বিক্ষোভ সমাবেশে ইসকনের অশান্তি সৃষ্টি ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি আরও বলেন, ভারতে বসে যতই ষড়যন্ত্রের চেষ্টা করা হোক, সেই ষড়যন্ত্র রুখে দেবো আমরা বাংলাদেশের মানুষ। আওয়ামী লীগের পুনর্বাসন এ বাংলাদেশে হবে না। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও ইসকন নিষিদ্ধের দাবি জানান আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর