৬ ব্যাংকের জন্য ছাপানো হয়েছে ২২৫০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৪

নতুন করে টাকা ছাপিয়ে দেশের দুর্বল ছয়টি ব্যাংককে তারল্য সহযোগিতা হিসেবে  ইতোমধ্যে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। বন্ড ছাড়ার মাধ্যমে এসব টাকা তুলে নেওয়া হবে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর . আহসান এইচ মনসুর।

গভর্নর বলেন, আমানতকারীদের সুরক্ষার জন্য এটি দেওয়া হচ্ছে। এখানে টাকার ফ্লো বাজারে বাড়বে না, মূল্যস্ফীতিও বাড়বে না। তিনি বলেন, আমাদের টাইট পলিসি থাকবে। এক হাতে দেবো, অন্য হাতে তুলে নেবো। এতে বাজারেও অস্থিরতা তৈরি হবে না বলেও জানান তিনি।

আমানতকারীদের নিশ্চিন্তে থাকার পরামর্শ দিয়ে গভর্নর বলেন, আমানতকারীদের টাকা নিরাপদে আছে। যে ব্যাংকেই টাকা রেখে থাকুন না কেন নিরাপদে থাকবে, সমস্যা হবে না। যতটুকু টাকা প্রয়োজন ততটুকুই তুলুন। আমানতকারীর টাকা সুরক্ষিত থাকবে। তবে একবারে একসঙ্গে সবাই টাকা উত্তোলন করতে গেলে কোনো ব্যাংকই টিকবে না বলেও মন্তব্য করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর