চাহিদামতো টাকা পাবেন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৪

শেখ হাসিনা সরকারের সময়ে তারল্য সঙ্কট দেখা দেয় ব্যাংক খাতে। তার সরকার পতনের পর বিষয়টি প্রকাশ্যে আসে। এনিয়ে ব্যাংকের গ্রাহকের মধ্যে দেখা গেছে চরম অসন্তোষ। এ অবস্থায় সংকটে থাকা দেশের ব্যাংককে ২২ হাজার ৫০০ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশে ব্যাংক। ফলে আগামী রোববার থেকে ব্যাংক থেকে চাহিদামতো টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকরা, কোনো গ্রাহক ব্যাংক থেকে টাকা না পেয়ে ফেরত যাবেন না। তবে চাহিদার চেয়ে বেশি  টাকা না তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

 বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তারল্য সহায়তা ও চাহিদামতো টাকার পাওয়ার বিষয়টি জানিয়েছেন খোদ বাংলাদেশ  ব্যাংকের গভর্নর . আহসান এইচ মনসুর। তারল্য সহায়তা দেওয়া ব্যাংকগুলোফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ন্যাশনাল ব্যাংক।

নতুন টাকা ছাপানো প্রসঙ্গে গভর্নর বলেন, ডিপোজিটর মূল্যস্ফীতি দুটিই রক্ষা করতে হবে আমাদের। প্রথমে বলেছিলাম টাকা ছাপাব না। কিন্তু সেটা থেকে সাময়িকভাবে সরে এসেছি।

ব্যাংকে তারল্য সহায়তা প্রসঙ্গে বলেন, আমানতকারীদের সুরক্ষার জন্য এটি দেওয়া হচ্ছে। এখানে টাকার ফ্লো বাজারে বাড়বে না, মূল্যস্ফীতিও বাড়বে না। বন্ড ইস্যুর মাধ্যমে এ টাকা তুলে নিয়ে আসা হবে। তিনি বলেন, আমাদের টাইট পলিসি থাকবে। এক হাতে দেবো, অন্য হাতে তুলে নেবো। এতে বাজারেও অস্থিরতা তৈরি হবে না বলেও জানান তিনি।

আগের সরকারের মতোই টাকা ছাপিয়ে সহায়তা করা প্রসঙ্গে গভর্নর বলেন, এখন প্রত্যেকটা ব্যাংক নিটরিং করা হচ্ছে। ব্যাংক থেকে আর টাকা চুরি হচ্ছে না। আগে টাকা ছাপিয়ে সহায়তা দেওয়ার পরও পাচার য়ে চলে যেতো টাকা। কিন্তু এখন জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।

প্রভাবশালীদের চাপ প্রসঙ্গে গভর্নর বলেন, কোনো অনিয়ম বরদাশত করব না। মব জাস্টিস মেনে নেব না। কেউ চাপ দিলে দরকার হলে চাকরি ছেড়ে চলে যাবেন  বলেও মন্তব্য করেন এ অর্থনীতিবিদ।

বিগত দিনে অনিয়মে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে গভর্নর বলেন, আমাদের সামনের দিকে তাকাতে হবে, পেছনে তাকানোর সুযোগ নেই। নিদিষ্ট অভিযোগ না পেলে নিজ থেকে কোনো ব্যবস্থা নেব না আমি। এখানে দলাদলি আছে। লাল, নীল দলের প্রতিনিধিত্ব না করে কেন্দ্রীয় ব্যাংকের হয়ে কাজ করতে হবে।

খেলাপি ঋণ প্রসঙ্গে বলেন, প্রকৃত খেলাপি ঋণের চিত্র এতদিন প্রকাশ হতো না। এখন সঠিক নিয়মে হিসাব হবে। এতে খেলাপি ঋণ ২৫ শতাংশ ছাড়িয়ে গেলেও কিছু করার নেই।

 

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর