আগামী পহেলা ডিসেম্বর শুরু হচ্ছে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম ফিলাপ। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীদের ফি বেড়েছে ১শ’ টাকা। ফরমফিলাপ করতে হবে অনলাইনের মাধ্যমে।
৯ ডিসেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া ফরম ফিলাপের ফি জমা দেওয়া যাবে। ১০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে ১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম ফিলাপ করা যাবে। বিলম্ব ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর।
এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে ২ হাজার ২৪০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ফি ২ হাজার ১২০ টাকা। ফরম পূরণের এ ফি-এর মধ্যে ব্যবহারিক পরীক্ষা, কেন্দ্র ফিও অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের কাছ থেকে বিলম্ব ফি নিতে পারবে সর্বোচ্চ ১০০ টাকা। পরীক্ষা যখনই হোক না কেন, নবম ও দশম শ্রেণি মিলিয়ে ২৪ মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না।
বিডি২৪অনলাইন/এন/এমকে