নির্বাচন ব্যবস্থা সংস্কারে সময় দিতে হবে: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৪

আগে অনেক সংস্কার কমিটি থাকলেও তারা কোনো কিছুই সংস্কার বা পরিবর্তন করতে পারেনি জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক . বদিউল আলম মজুমদার বলেছেন, তারা সংস্কার করলে আগস্ট সৃষ্টি হতো না। তাই এবার সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। এজন্য কিছু সময় দিতে হবে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানী ঢাকায় এফডিসিতে এক ছায়া সংসদে এসব কথা বলেন। তিনি বলেন, আমরা সংস্কারের সুপারিশ আগামী ৩১ ডিসেম্বরের মাঝে সরকারের কাছে জমা দেবো। আমাদের সুপারিশ নিয়ে অন্তর্র্বতী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে। এরপর সংস্কারের একটি রোডম্যাপ তৈরি হবে। জাতীয় নির্বাচনের রোডম্যাপটা ঐকমত্যের ভিত্তিতে হবে বলেও উল্লেখ করেন বদিউল আলম ।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর