সব আদালত-বিচারকের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৪

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ সব আদালত, ট্রাইব্যুনালে কর্মরত বিচারক এবং তাদের এজলাস বাসভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি . সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের  জারি করা বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের নজিরবিহীন অনভিপ্রেত ঘটনাবলিসহ দেশের জেলা আদালতে যেসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেসব সম্পর্কে প্রধান বিচারপতি গভীরভাবে উদ্বিগ্ন। সুপ্রিম কোর্ট থেকে  এর আগেও একাধিকবার স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা সহায়তায় দেশের প্রত্যেক আদালত বা ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারকদের গাড়ি, বিচারক কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর