মা-বো‌নরা ঘরে-কর্মস্থ‌লে সুর‌ক্ষিত থাক‌বে: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২৪

মা-বোনরা ঘরেও সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও সুরক্ষিত থাকবে। তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। তারা সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে। তারা ইচ্ছামতো পোশাকও পরতে পারবে।

নিবার (৩০ ভেম্বর) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যাল মাঠে জেলা জামায়াতের কর্মী ম্মেলনে এসব কথা লেন জামায়াতে ইসলামীর আমির ডা. ফিকুর রহমান।

 

জামায়াতের আমির বলেন, তার দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়- জামায়াত ক্ষমতায় আসলে নারীদের ঘর থেকে বের হতে দেওয়া বে না। কিন্তু কথা দিচ্ছি এমন বে না।

জামায়াত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা ইনসাফ কায়েম করতে চাই। যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে, না চাইলেও অধিকার পাবে। শিক্ষা পেয়ে যেন সবাই মানুষ হয়। শিক্ষা নিয়ে যেন কেউ ডাকাত না হয় এমন একটি শিক্ষাব্যবস্থা ড়ে তুলতে চাই আমরা।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বাগান জানিয়ে শফিকুর রহমান লেন, এই বাগানে মাঝে ধ্যে হুতুমপেঁচা ঢুকে ড়ে। এদের সম্পর্কে সতর্ক থাকতে বে। আমরা এমন একটি দেশ চাই যেখানে মসজিদ, ন্দির, মঠ, গির্জা কোনো কিছুই পাহারা দেওয়া লাগবে না- যোগ করেন জামায়াতের আমির।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর