মন্তব্য
সামনে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বলেছেন, দেশের ক্রান্তিকালে আইনশৃঙ্খলা রক্ষায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সেনা সদস্যরা। সামনে ডিফিকাল্ট সময় পার করে আমরা যেন দেশ ও জাতিকে একটা ভালো এবং নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য দোয়া করবেন।
রোববার (১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, সবাই একসঙ্গে কাজ করলে ইনশাআল্লাহ দেশের ক্রান্তিলগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব আমরা। সেই সঙ্গে শান্তি-সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব।
বিডি২৪অনলাইন/এন/এমকে