মিয়ানমারে সহিংসতায় তীব্র নিন্দা

২৯ মার্চ ২০২১

মিয়ানমারে শনিবার সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে শতাধিক মানুষের নিহত হওয়ার ঘটনায় ১২টি দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান এক বিরল যৌথ বিবৃতিতে সামরিক বাহিনীর সহিংস আচরণের নিন্দা জানিয়েছেন।

রবিবার এ বিবৃতিতে বলা হয়, ‘একটি পেশাদার সামরিক বাহিনী তার আচরণের জন্য আন্তর্জাতিক মান মেনে চলে এবং যে জনগণের জন্য এরা নিয়োজিত তাদের রক্ষার দায়িত্ব পালন করে, ক্ষতি করার নয়।’

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, জার্মানি, গ্রিস, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

বিবিসি ও রয়টার্স


মন্তব্য
জেলার খবর