সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রুলিয়া ইউপি চেয়ারম্যান এ.কে.এম জাফরুল আলম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে শ্যামনগর উপজেলার জাহাজঘাটা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দোকান ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে শ্যামনগর থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
এ.কে.এম জাফরুল আলম বাবু শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের এসএম জালাল উদ্দীনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কালিগঞ্জ রোকেয়া মুনছুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষও।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, গ্রেপ্তারের পর তার কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও দোকান ভাংচুরের মালামাল উদ্ধার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে