সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান বাবু গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৪

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রুলিয়া ইউপি চেয়ারম্যান এ.কে.এম জাফরুল আলম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে শ্যামনগর উপজেলার জাহাজঘাটা ব্রিজ এলাকা  থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দোকান ভাংচুর বিস্ফোরক দ্রব্য আইনে শ্যামনগর থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

.কে.এম জাফরুল আলম বাবু শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের এসএম জালাল উদ্দীনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কালিগঞ্জ রোকেয়া মুনছুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষও।

 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান,  গ্রেপ্তারের পর তার কাছ থেকে বিস্ফোরক দ্রব্য দোকান ভাংচুরের মালামাল উদ্ধার করা হয়েছে।  তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর