চাটমোহরে গাঁজার বড় চালান আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৪

পাবনার চাটমোহরে কেজি গাঁজাসহ আ. মজিদ শেখ (৫০) নামের একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১ডিসেম্বর) রাত ৮টার দিকে ছাইকোলা সবুজ পাড়া ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। সেখানে গাঁজা বিক্রি করছিলেন তিনি।

মজিদ শেখের বাড়ি পাশের জেলা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাউরাইল গ্রামে। ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে সে।

থানা পুলিশ জানায়, ওই এলাকায় গাঁজার বিক্রির খবর পেয়ে অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ার চেষ্টা করে আটক ব্যক্তি। এ সময় তাকে ধাওয়া দিয়ে ধরা হয়। ৪ কেজি পরিমাণ গাঁজা পলিথিনে মোড়ানো ছিল, আ.মজিদের কাছে থেকেই  এ গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর