মন্তব্য
চলতি ডিসেম্বর মাসে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রোববার (১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বিষয়টি জানানো হয়েছে। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক থেকে দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে