পাবনার চাটমোহরে আবাদি জমি চাষের কাজে ব্যবহৃত পাওয়ার টিলার উল্টে আহত হওয়া চালক মারা গেছে। দুর্ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে তার মৃত্যু হয়। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যার পরে মহেলা কারিগর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া চালকের নাম আমিনুল ইসলাম (২৫)। তিনি বনগ্রামের মৃত আবু নাসেরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবাদি জমি চাষ শেষে পাওয়ার টিলার চালিয়ে বাড়ি ফিরছিলেন আমিনুল ইসলাম। জমি থেকে রাস্তায় উঠার সময় তার পাওয়ার টিলারটি উল্টে যায়। এতে টিলারটির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন তিনি। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করেন, পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী মেডিকেল নেওয়ার পথে রাজশাহী-পাবনা সড়কের দাশুড়িয়া এলাকায় তার মৃত্যু হয়।
বিডি২৪অনলাইন/সি/এমকে