অপপ্রচার চালাচ্ছে ভারতের মিডিয়া

নিজস্ব প্রতিবেদক
০২ ডিসেম্বর ২০২৪

দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা প্রচারণা ও অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম।

সোমবার (০২ ডিসেম্বর) রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ার বাবনপুর গ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে কথা বলেন তিনি। এর আগে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এ উপদেষ্টা।

 

ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একমাত্র সাংবাদিকেরা এটার বিরুদ্ধে কাউন্টার সত্যটা তুলে ধরতে পারেন। সত্য ঘটনা প্রকাশ করে  তাদের মিথ্যা প্রচারটাকে বন্ধ করে দিতে পারেন।  এ দেশের সাংবাদিকরা সত্যি ঘটনাটাই বলে, সত্যি ঘটনাটা প্রকাশ করেন। তাহলে যারা অপপ্রচার করছে, তাদের মুখে চুনকালি পড়বে।

ইসকন নিষিদ্ধের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। পরিকল্পনা হলে জানতে পারবেন। আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছেন আমরা তাদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর