তালায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদারকে   গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে কালামকে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে এবং একই দিন রাতে দলুয়া বাজার থেকে আতাউর রহমান গোলাদারকে   গ্রেপ্তার  করা হয়।

থানা পুলিশ জানায়, বিগত সরকারে আমলে তারা জেঠুয়া এলাকার একটি দোকান ভাংচুরসহ চাঁদাবাজি করেছিল। ঘটনায় সম্প্রতি ওই এলাকার আব্দুল আলিম একটি মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর