স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে ইসি : জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক
০২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এ কথা উল্লেখ করে বলেছেন, আমরা এই কমিশনের সঙ্গে নিবড়ভাবে কাজ করব।

সোমবার ( ডিসেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেন গোয়েন লুইস। বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

গোয়েন লুইস বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কি ধরনের টেকনিক্যাল সহায়তা দিতে পারে, সেই বিষয়ে সিইসির সঙ্গে কথা হয়েছে আমাদের। স্বাধীনভাবে কাজ করার জন্য এ কমিশন অন্তবর্তীকালীন সরকারের সমর্থন পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর