সংখ্যালঘু ইস্যুতে বিভ্রান্তি দূরের চেষ্টা করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক
০২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচার নিয়ে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের মধ্যে বিভ্রান্তি ছিল উল্লেখ করে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, তাদের বিভ্রান্তি দূর করার চেষ্টা করেছে অন্তর্র্বতী সরকার। কূটনীতিকরা এখন সংখ্যালঘুদের বিষয়ে প্রকৃত অবস্থান নিজ নিজ সদর দপ্তরে জানাবেন বলে আশা করা হচ্ছে।

সোমবার (২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

কূটনীতিকদের ব্রিফ্রিং প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, তাদের বলা হয়েছে- সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে সমাজের অংশ। সরকার এটা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিপীড়িত হবে না, এটা অবশ্যই নিশ্চিত করবে বর্তমান সরকার। গত চার মাসে মালমসলা ছিল গন্ডগোল হওয়ার হতো, তারপরও আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সবার সহযোগিতায়।

উপদেষ্টা আরও বলেন, তাদের বলেছি বাংলাদেশ সাম্প্রদায়িকভাবে একটা খারাপ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে, এ রকম পরিস্থিতি সৃষ্টিতে অভ্যন্তরীণ এবং দেশের বাইরের প্রচেষ্টা আছে। সেই প্রচেষ্টা যেন সফল না হয় সেই চেষ্টা করছি আমরা।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা আমাদের অবস্থান জানিয়েছি। তাদের বলেছি, এ বার্তা তাদের দেশে পৌঁছে দিতে। ব্রিফিং হয়েছে, এটা তারা তাদের হেড কোয়ার্টারকে জানাবে।

উপদেষ্টা বলেন, আমার মনে হয়েছে কূটনীতিকরা কনফিউজড ছিল। এখন তারা বুঝতে পেরেছে। তাই এখন সহজে তারা বলতে পারবে ঘটনা কি হচ্ছে।

তিনি বলেন, এ বার্তাটা সবার ক্ষেত্রে দিতে চাই। আইন তার গতিতে চলবে, বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে শক্ত হাতে দমন করা হবে। আমাদের অবস্থান শক্তভাবে জানানোর জন্যই কূটনীতিকদের ঢাকা হয়েছে।

ব্রিফিংয়ে চীন, জাপান, পাকিস্তানসহ বেশ কিছু মিশনের রাষ্ট্রদূত উপস্থিত থাকলেও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সেখানে ছিলেন না। তবে তার প্রতিনিধি ছিলেন।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর