পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ ও কালিকাপুর খানকায়ে মোহেব্বিয়া কমপ্লেক্স হাফেজিয়া মাদ্রাসা মাঠে আলোয়াখোয়া রাশ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় মাইকের শব্দ আর লোকের সমাগমে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে তারা। এনিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরের মতো এবারেও আলোয়াখোয়া রাশ মেলার আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে বিদ্যালয়ের মাঠে অফিস ও ছাগলের হাটও বসানো হয়।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় মাঠে এক পাশে মেলার অফিস, বাকি জায়গায় ছাগলের হাট বসানো হয়েছে। গত ১৫ নভেম্বরে মেলা শুরু হয়েছে। যাদু দেখানোর পাশাপাশি অশ্লীল নৃত্য পরিবেশন চলছে মেলায়। আর লটারির নামে চলছে জুয়া।
কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মনি আক্তার, মিরান, মাহফুজসহ একাধিক শিক্ষার্থী জানান, স্কুলে আসছি ঠিকই। কিন্তু মাইকের শব্দে পড়াশুনা হয় না। ক্লাসে স্যার কি বলছেন শুনা যায় না। খেলাধুলা করতে পারি না।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষিকা বলেন, শুধু মাইকের শব্দ না, মেলায় যাদু দেখানোর বদলে অশ্লীলতা নৃত্য প্রদর্শন করছে। নষ্ট হয়ে যাচ্ছে যুব সমাজ।
কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান জানান, এ মেলা বহু পুরাতন আগে থেকে এভাবে হয়ে আসছে। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সবাই জানেন বিষয়টি।
মেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক সাবেত আলী, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান ও শিক্ষা অফিসার মাসুদ হাসান বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে