ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতকে স্পষ্ট ভাষায় বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে ভারতের রক্ষা নেই।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
হামলা প্রসঙ্গে ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, আমরা আর ধৈর্য ধরতে পারছি না। বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা আর দেখতে চাই না আমরা। অর্ন্তর্বতীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, ভারত আমাদের হাইকমিশনারদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন।
ভারত কেন এতো ক্ষেপে গেল সে প্রশ্ন করে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, আমার মনে হয়, গত ১৫ বছরে বিনামূল্যে বাংলাদেশকে কিনে ফেলতে চেয়েছিল তারা। ভারতের মুখে গ্রাস তুলে দিয়েছিল পতিত সরকার। কিন্তু সেই গ্রাস সরে যাওয়ায় ক্ষেপে গেছে তারা। এখন পায়ের ওপরে পাড়া দিয়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে।
বাংলাদেশের মানুষ ধৈর্য ধরতে জানে উল্লেখ করে ইউনুছ আহমাদ বলেন, কিন্তু যদি একবার জালিমদের বিরুদ্ধে ফুঁসে ওঠে, তাহলে জালিমরা টিকে থাকতে পারে না। অতীতে বাংলাদেশের বিরুদ্ধে যারাই বিশ্বাসঘাতকতা করেছে, ক্ষতি করার চেষ্টা করেছে তারাই বিতাড়িত হয়েছে।
বিডি২৪অনলাইন/আরডি/এমকে