আমি আমার কাজ ভালোবাসি : কঙ্গনা 

২৯ মার্চ ২০২১

রোববার সকালে টুইটারে বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত লেখেন, ‘আমি ছিলাম একজন অবাঞ্ছিত শিশুকন্যা।

আজ আমি সেরা ফিল্ম নির্মাতা, শিল্পী ও টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করি। অর্থ নয়, খ্যাতি নয়, আমি আমার কাজ ভালোবাসি।

যখন দুনিয়া আমার দিকে তাকিয়ে বলে “এটা একমাত্র তুমিই করতে পারো”, আমি বুঝতে পারি আমি অবাঞ্ছিত হতে পারি, কিন্তু আমাকে দরকার ছিল। খুবই দরকার ছিল।’


মন্তব্য
জেলার খবর