ডেঙ্গুতে ৫০০ ছাড়িয়েছে প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২৪

এখনো কমেনি ডেঙ্গুর চোখ রাঙানি। গত ২৪ ঘণ্টাতেও ৭ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। ডেঙ্গু আক্রান্ত ৬২৯ জন এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য  বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫০৪ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ হাজার ৬৮৫ জন ডেঙ্গু রোগী।

মঙ্গলবার ( ডিসেম্বর) ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগের একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুজন, উত্তর সিটির দুজন এবং খুলনা বিভাগের দুজন রয়েছেন। হাসপাতালে ভর্তিদের মধ্যে বিভাগভিত্তিক বরিশালে ৫৫, চট্টগ্রামে ৫৪, ঢাকায় (সিটি করপোরেশনের বাইরে) ১৩৩, খুলনায় ৯২, রাজশাহীতে ২৮, ময়মনসিংহে ৩০, রংপুরে ১২ এবং সিলেটে জন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটিতে ১১৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১১১ জন ডেঙ্গু রোগী এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। আর মারা যাওয়া ৫০৪ জনের মধ্যে ৫১ দশমিক ৪০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৬০ শতাংশ পুরুষ।

সচারচার বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। গত বছরের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় দেশে, তখন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। আক্রান্তদের মধ্যে এক হাজার ৭০৫ জন মারা যায় গত বছরে। মৃত্যুর এ সংখ্যা দেশের ইতিহাসে ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যু। এর আগে ২০১৯ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন লাখ এক হাজার ৩৫৪ জন, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জন ডেঙ্গু রোগী মারা যায় সে বছর।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর