টেলিভিশন উপস্থাপক ও বিতর্কিত সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকা জমা হওয়ার হিসাব পাওয়া গেছে। এ আমানতের মধ্যে কোনো বেতন-ভাতা নেই। শেখ হাসিনা সরকারের পতনের পর তার এ আমানত থেকে ইতোমধ্যে ১২০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৭টি ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়েছে। গত ৬ অক্টোবর মুন্নী সাহার ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) বিএফআইইউ। বিধিবহির্ভূত লেনদেনের অভিযোগে তার ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যে জব্দ করেছে গোয়েন্দা সংস্থাটি।
জানা গেছে, ব্যাংক হিসাবের বাইরে রাজধানী ঢাকার গুলশান-তেজগাঁও লিংক রোড এলাকায় শান্তিনিকেতনে ১৬৫, রোজাগ্রীণে তার একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে। ভোরের কাগজ দিয়ে সাংবাদিকতা শুরু করেন মুন্নী সাহা।
বিডি২৪অনলাইন/এন/এমকে