আস্থা ফিরিয়ে আনা ইসির বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২৪

নির্বাচন ব্যবস্থার উপর আস্থার ঘাটতি আছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন,  সেটা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ।

বুধবার ( ডিসেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।  তার আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠক করে ইসি।

বৈঠক প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, নির্বাচনের সময় নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।কমিশনের কাজের রোডম্যাপের ব্যাপারেও বৈঠকে কোনো আলোচনা ছিলো না বলেও জানান এ নির্বাচন কমিশনার।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর