অনেক ক্ষমতা থাকার পরও আগে নির্বাচন কমিশন সেই ক্ষমতা ব্যবহার করেনি বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। বলেছেন, নির্বাচনে যারা অপরাধ করেছেন, তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে।
বুধবার (৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে বিষয়টি জানান তিনি। তার আগে নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন ভবনে মতবিনিময় করে সংস্কার কমিশন।
বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অপরাধ হয়েছে। এ অপরাধের বিচার হওয়া দরকার। সেটাও মতবিনিময়কালে আলোচনা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী- ৭৩ থেকে ৯০ ধারার মধ্যে নির্বাচনের অপরাধের বিষয়গুলো বর্ণনা আছে। এগুলো যাতে যথাযথ প্রয়োগ হয়, এ বিষয়ে আলোচনা হয়েছে। যাদের অপরাধ প্রমাণ হবে, তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে বলেও জানান তিনি।
নতুন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, আমাদের দেওয়া প্রস্তাবগুলো তারা কিছু বাস্তবায়ন করবে। আবার কিছু সরকার বাস্তবায়ন করবে। কিছু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে বাস্তবায়ন করবে সরকার।
মতবিনিমকালে হলফনামা, না ভোট, সীমানা পূর্নর্নির্ধারণ, পোস্টাল ব্যালট, প্রবাসী ব্যালট, ভোটার তালিকা, নির্বাচনি অপরাধ, এনআইডিসহ নির্বাচনের সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বদিউল আলম। বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিছু বিষয় চিহ্নিত করা হয়েছে। এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি।
সংস্কার কমিশনের হাতে এখনো এক মাস সময় আছে উল্লেখ করে বদিউল আলম বলেন, একমাসের মধ্য আমাদের সুপারিশগুলো চূড়ান্ত করে সরকারের কাছে দেব বলে আশা করছি। ইসির কিছু মতামত চেয়েছি। ওনারা কিছু শেয়ার করতে চাইলে শেয়ার করবেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে