বাংলাদেশকে দুর্বল, নতজানু, শক্তিহীন ভাবার কোনো অবকাশ নেই। মত-পথ, আদর্শ ও রাজনৈতিক ভিন্নতা থাকলেও দেশ, সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে সবাই এক আমরা। সবার উপরে দেশ, এটা থেকে কখনো বিচ্যুত হবো না আমরা।
বধুবার (৪ ডিসেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা। সেই বৈঠকে এ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। দেশের সার্বিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক হয়।
বৈঠক থেকে সাম্প্রতিক ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা, দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ, বাংলাদেশ বিরোধী প্রচারণার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। সেই সঙ্গে ভারতের এসব প্রচারণার বিরুদ্ধে আরও শক্তিশালী এবং বেগবানভাবে মোকাবিলা করার প্রস্তাবও এসেছে।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বৈঠকে আমাদের প্রবাসী, সহযোগী বন্ধুরাষ্ট্র এবং বিদেশি সাংবাদিকদের দেশে নিয়ে আসার পাশাপাশি যোগাযোগ ও আইনি দক্ষতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব চুক্তি প্রকাশ করার দাবি জানানো হয়েছে। রামপালসহ দেশের জন্য ক্ষতিকর সব চুক্তি বাতিল করার দাবি জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশের প্রতি ভারতের অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্য, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টার নিন্দা জানানো হয়েছে। আর ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল এবং সৎ প্রতিবেশীসুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে বলেও জানান উপদেষ্টা।
বিডি২৪অনলাইন/এন/এমকে