গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে ৫ আগস্ট নতুন একটা বাংলাদেশ পেয়েছে জাতি। নতুন এ বাংলাদেশ নিয়ে দেশের ভেতরে ও বাইরে নানা ষড়যন্ত্র চলছে। বিশেষ করে প্রতিবেশি দেশ ভারতের মিডিয়া নানা অপপ্রচার চালিয়ে আসছে। এদিকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বুধবার (৪ ডিসেম্বর) রাজনৈতিক সব দলের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বৈঠকের মধ্যে দিয়ে মজুবত ঐক্যের জানান দিয়েছে জাতি। সব দল বৈঠকে জানিয়েছে মত-পথ, আদর্শ ও রাজনৈতিক ভিন্নতা থাকলেও দেশ, সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। সবার উপরে দেশ, এটা থেকে কখনো বিচ্যুত হবো না আমরা। আর বাংলাদেশকে দুর্বল, নতজানু, শক্তিহীন ভাবার কোনো অবকাশ নেই।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেছেন, গণঅভ্যুত্থানে বাংলাদেশ যে স্বাধীনতা ফিরে পেয়েছে, সেটা ছিনিয়ে নেওয়ার শক্তি কারও নেই। যত ষড়যন্ত্র, অপপ্রচার করুক, যত কিছু করুক- এটা ছিনিয়ে নিতে পারবে না। ষড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি।
আমরা সেই জাতি, যে জাতি ৫ আগস্টে স্বৈরাচারী সরকারকে বিদায় করেছি উল্লেখ করে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জানান, ৫ আগস্টের আগ পর্যন্ত যে উত্তেজনা এবং শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে শত্রুর মোকাবিলা করেছি আমরা; আমাদের ছাত্র-জনতা বুক পেতে দিয়েছে, জীবন দিয়েছে। সেই ঐক্যে কোনো চিড় ধরেনি, ফাটল ধরেনি।
ড. ইউনূস বলেন, আমাদের রক্ত এখনো শুকায়নি। দেওয়ালে দেওয়ালে যে লেখাগুলো আছে, সেগুলো পড়েন। সেগুলো এখনো মুছে যায়নি, তকতক করছে। সেটা আমাদের বুকেও তকতক করছে। আমরা সেই শক্তিমান জাতি, যারা লড়াই করবে।
প্রধান উপদেষ্টা বলেন, কেউ যেন মনে না করে আমরা ঠান্ডা হয়ে গেছি। আমরা ঠান্ডা হইনি, আগের সেই পথেই আছি। যে মজবুত ঐক্যের মাধ্যমে জাতিকে স্বৈরাচারমুক্ত করেছি, সেই ঐক্য আমাদের মধ্যে এখনো রয়ে গেছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের উদ্দেশ্য প্রসঙ্গে বলেন, একসঙ্গে বসার মাধ্যমে সারা দুনিয়াকে আমরা জানিয়ে দিচ্ছি- আমাদের ঐক্য মজবুত আছে। এ জাতি মরেনি, দুর্বল হয়নি। সবল আছে। তিনি আরও বলেন, যে কোনো দেশে নানান মত, নানান পথ থাকে। কিন্তু দেশের স্বার্থের বিষয়ে কোনো ধরনের মতভেদ আমাদের মধ্যে নেই।
বিডি২৪অনলাইন/এন/এমকে