বালিয়াডাঙ্গীতে শতাধিক কৃষকের মাঝে জিংক ধানের বীজ বিতরণ

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শতাধিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে আয়রণ পুষ্টি সমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএসের উদ্যোগে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়ন ফেডারেশন চত্বরে এ বীজ বিতরণ করা হয়।

সুবিধাভোষী কৃষক-কৃষাণী আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (ওঋচজও) হারভেস্ট প্লাস প্রোগ্রাম" এর রিঅ্যাক্টস- ইন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত।

এদিকে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- হারভেস্ট প্লাস এর কান্ট্রি কোঅর্ডিনেটর কৃষিবিদ ওয়াহিদুল আমিন, হার্ভেস্টপ্লাস এর সীড সিস্টেমস এন্ড মার্কেটিং কোঅর্ডিনেটর কৃষিবিদ মো. মজিবর রহমান, ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম, আরডিআরএস’র ঠাকুরগাঁও আঞ্চলিক ব্যবস্থাপক গোলজার হোসেন, আরডিআরএস টিম লিডার কে এম সালাউদ্দীন, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বালিয়াডাঙ্গী শাখার ববস্থাপক ফজলে রাব্বী প্রমুখ।

সংস্থাটি জানিয়েছে, রিঅ্যাক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, হারভেস্ট প্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাক গ্রিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়ামের মাধ্যমে বিশ্বের তিন দেশের মতো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় আয়রণ পুষ্টি সমৃদ্ধ জিংক ধান চাষাবাদে উদ্বুদ্ধকরণ করা হচ্ছে।

 

বিডি২৪অনলাইন/সামানুর ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর