শেখ হাসিনার ব্যাপারে সময় এখনও আসেনি

নিজস্ব প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২৪

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে যে ভূমিকা নেওয়ার কথা, সেই সময় এখনও আসেনি বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বলেছেন, এ বিষয়ে সাবেক মুখপাত্র তৌফিক হাসান নিশ্চয়ই একটা বক্তব্য দিয়েছেন। আমাদের যে অংশে ভূমিকা পালন করার কথা, সেটা প্রয়োগ করার সময় এখনও আসেনি। যখন আসবে তখন করব আমরা।

আগামী সপ্তাহে ঢাকায় বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত চাওয়া প্রসঙ্গে এভাবে কৌশলী জবাব দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।  বৃহস্পতিবার ( ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কৌশলী জবাব দেন।

 

পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনার বিষয়ে রফিকুল আলম বলেন, এফওসিতে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যত উপাদান আছে সবগুলোই রাখার চেষ্টা করা হয়। আলোচ্যসূচি ঠিক করার বিষয়টি এখন পর্যন্ত চলমান। তবে বাণিজ্য আছে, কানেক্টিভিটি, সীমান্ত ও পানি- বিষয়গুলো আলোচনাতে থাকবে। আরও অনেক উপাদান নিশ্চয়ই আছে, এই মুহূর্তে সেটা আমার কাছে নেই।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর