দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনা রোগ শনাক্ত হয়েছে তিন হাজার ৯০৮ জনের।একই সময়ে মারা গেছেন করোনা আক্রান্ত ৩৫ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ১৯ জন। রোববার ( ২৮ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৯৫ হাজার ৭১৪ জনের। এর মধ্যে মারা গেছেন আট হাজার ৯০৪ জন, সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৩৫ হাজার ৯৪১ জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৮৮ হাজার ৮৩০টি। শনাক্তের হার ১২ দশমিক ৯৮।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ২২ হাজার ৪২৫টি, পরীক্ষা হয়েছে ২২ হাজার ১৩৬টি। শনাক্তের হার ১৭ দশমিক ৬৫। মারা যাওয়া ৩৫ জনের মধ্যে পুরুষ ২১ জন, নারী ১৪ জন। বিভাগভিত্তিক ঢাকায় ২৫ জন, চট্টগ্রাম ও রাজশাহীতে দুইজন করে, খুলনায় একজন আর বরিশালে পাঁচজন আছেন। সবাই হাসপাতারে মারা গেছেন।
এমকে