নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি ও রপ্তানি বন্ধ হলে ভারতও ক্ষতিগ্রস্থ হবে। বন্ধ যদি উনারা করতে চায়, সেটা উনাদের ব্যাপার। উনারা বন্ধ করলে উনাদের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হবে।
শনিবার (৭ ডিসেম্বর) সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, ভোমরা সিএন্ডএফ এজেন্টের সভাপতি আবু হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা আরও বলেন, আমদানি ও রপ্তানির সঙ্গে দুই পারের লক্ষ লক্ষ লোক জড়িত। এটা পলিটিক্যাল বিষয়, ওগুলো পলিটিক্স উনারা করছেন। কিন্তু আমি মনে করি ব্যবসায়ীরা এখনো এটাকে সার্পোট করবে না। এতবড় বাজার বন্ধ করবে বলে আমার মনে হয় না। কাজেই ১/২ দিন অবরোধ আমরাও তো করি মাঝে মাঝে। পলিটিক্যাল অবরোধ করতেছে, করুক। এটা নিয়ে আমাদের চিন্তা করার কোন কারণ নেই।
সাংবাদিকদের ব্রিফ করার আগে ভোমরাস্থল বন্দরের অংশীজনের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা ড.সাখাওয়াত হোসেন।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে